BREAKING: |
খুলনার রূপসায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) অনুমান সকাল ১০টা ৩০ মিনিটের সময় উপজেলার ১ নং আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামস্থ কদমতলা মোড় সংলগ্ন পপুলার জুট মিলের সামনে বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত একজন হলেন—বি কোম্পানি নামে পরিচিত দলের ক্যাডার এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহাগের সহযোগী। রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে সুমন মিয়া (৪৭), এবং অন্যজন হলেন সোহাগের স্ত্রী রানী বেগম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশনায় সেনাবাহিনীর সহযোগিতায় একটি আভিযানিক দল ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামি সুমনের দেখানো স্থানে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— একটি দেশীয় তৈরি পাইপ গান, একটি দেশীয় তৈরি হাসুয়া, দুইটি ছোরা, ০৭ (সাত) পুরিয়া গাঁজা, গাঁজা খাওয়ার একটি বড় সিষা (হুক্কা)।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করেছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, রূপসাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএস/আরএন