রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদ’ (৪০) নামের এক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ এর সিপিএসসি ইউনিটের একটি দল রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরীর সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
গ্রেফতারকৃত মুরাদ শেখ স্থানীয় মৃত নবাবজান শেখের ছেলে এবং মাস্টারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
অভিযান চলাকালে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মুরাদ দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। তিনি একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য।
তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম এবং এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। এর আগেও ককটেলসহ তার গ্রেফতারের রেকর্ড রয়েছে।
ঘটনার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে এবং পূর্বের মাদক, চাঁদাবাজি ও ছিনতাই সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আরএইচএফ/এসআর