জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। দলটির চেয়ারম্যান জি এম কাদের সিনিয়র তিন নেতা—আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে সব ধরনের দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন।
সোমবার (৭ জুলাই) পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুন অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা ওই তিন সিনিয়র নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন। এরপর ২৮ জুন অনুষ্ঠিত প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে তাদের অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়, যা পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত করেন চেয়ারম্যান জি এম কাদের।
অব্যাহতির পূর্বে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার এক যৌথ বিবৃতিতে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব হিসেবে নিয়োগকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও গঠনতন্ত্র পরিপন্থী বলে আখ্যা দেন। তারা অভিযোগ করেন, এ সিদ্ধান্ত একক কর্তৃত্ববাদী আচরণের প্রতিফলন, যা জাতীয় পার্টির অস্তিত্বের জন্য হুমকি।
উল্লেখ্য, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে ঘোষণার পর থেকেই জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে আসে।
এসআর