Thursday | 9 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 9 October 2025 | Epaper
BREAKING: মালিবাগে দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ      যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার       হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের      গাজায় যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল-হামাস      সেফ এক্সিট খুঁজছি না, বাকিটা জীবন দেশেই কাটাবো: পরিবেশ উপদেষ্টা      রসায়নবিজ্ঞানে নোবেল জয়ী তিন বিজ্ঞানী      শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা      

সাবেক সিইসি শামসুল হুদা আর নেই

Published : Saturday, 5 July, 2025 at 1:03 PM  Count : 87

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন। শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।


তাঁর ভগ্নিপতি আশফাক কাদেরী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে শামসুল হুদা মারা যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আশফাক কাদেরী বলেন, “সকাল ৯টার দিকে তিনি বাসায়ই মারা যান। পরে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।” মরদেহ বর্তমানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।


তিনি আরও জানান, প্রায় এক মাস আগে ঘরের মধ্যে পড়ে গিয়ে আঘাত পান শামসুল হুদা। সেই ঘটনার পর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।


২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০১২ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। তাঁর কমিশনের সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইন সংস্কার, রাজনৈতিক দলের নিবন্ধন, এবং ইভিএম চালুর মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়।


২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাঁর নেতৃত্বাধীন কমিশনের অধীনে। ওই নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোটার উপস্থিত ছিলেন। ফলাফলে আওয়ামী লীগ ২৩০টি, বিএনপি ৩০টি এবং জাতীয় পার্টি ২৭টি আসন লাভ করে।


এটিএম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেনস্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন এবং প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন


চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদঅর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন


আরএন

সম্পর্কিত   বিষয়:  সিইসি   এটিএম শামসুল হুদা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close