Sunday | 26 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 26 October 2025 | Epaper
BREAKING: উত্তরা-আগারগাঁও মেট্রো চলাচল শুরু      একজনের সাতটির বেশি সিম নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা      মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ      রাজধানীর বাতাসে গ্যাসের গন্ধে 'আতঙ্কের' কিছু নেই: তিতাস      জাতিসংঘ এখন কাজ করছে না, নিরাপত্তা পরিষদ অকার্যকর: লুলা      ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩      নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা হাসান      

দেশে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে: আখতার হোসেন

Published : Saturday, 29 March, 2025 at 11:38 AM  Count : 203

সামনের যে নির্বাচন হবে, তা হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নেই, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রংপুর জেলা ও মহানগর সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ানের সভাপতিত্বে ইফতার মাহফিলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর সদস্য সচিব মাহফুজুর নবী ডন, মহানগর জামাতের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট কাউসার আলী, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রংপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, সাকিব মাহদী, সদস্য আব্দুল মুনাইম, রফিকুল ইসলাম কনক প্রমুখ।

এ সময় আখতার বলেন, "২৪ জুলাইয়ের অভ্যুত্থান এবং গণহত্যার বিচার এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে কাঙ্খিত বিষয়। যদি গণহত্যার বিচার না হয়, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী চক্র গুম, খুন, হত্যাসহ নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা করবে।"

আখতার আরও বলেন, "বাংলাদেশকে যদি মেরামত করতে হয়, তাহলে অবশ্যই ২৪ জুলাই বিপ্লবের যারা গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যক্তিদের এবং দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি যে, বর্তমানে বাংলাদেশে যে সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে, তা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এই সংবিধানে এমন কিছু বিধান রয়েছে যা কেউ সংশোধন করতে পারবে না, এবং এ ধরনের বিধান সংবিধানে যুক্ত করা হয়েছে।"

আখতার বলেন, "এই সংবিধানে রাষ্ট্রের যে তিনটি অর্গান রয়েছে, তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি, যার ফলে সাংগঠনিক প্রক্রিয়ায় এদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারী হওয়ার সুযোগ পেয়েছেন। সেজন্য আমরা মনে করি, বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে। নতুন সংবিধান পেতে হলে গণপরিষদ নির্বাচন দিতে হবে।"

এ কারণে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, আপনার যে নির্বাচন হবে, সেটি অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে।

পরে তিনি রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এলওয়াই/আরএন
সম্পর্কিত   বিষয়:  রংপুর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close