নাটোরের সিংড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, শীতকালীন পেঁয়াজ কন্দ, শাক-সবজির বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে এ সকল কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচজন কৃষকের মধ্যে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের মাধ্যমে একজন কৃষক ৩০০ মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন।
এছাড়াও ৩০ জন কৃষকের প্রত্যেককে ১২০ কেজি করে পেঁয়াজ কন্দ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার এবং ১১০ জন কৃষকের মধ্যে বিভিন্ন ধরণের শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কৃষকরা এসব শাক-সবজি তাদের বাড়ির আঙিনা বা পরিত্যক্ত জায়গায় রোপণ করে স্বাবলম্বী হতে পারবেন।
এসআই/আরএন