BREAKING: |
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বড় ভাইয়ের উপর অভিমান করে লাকি (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম।
নিহত লাকি উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার নাজির সরদারের মেয়ে। সে এ বছর মঙ্গলপুর দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাস করে।
লাকির চাচা জানান, লাকির বড় ভাই সাগর বরিশালে চাকরি করেন। গতকাল ছুটিতে বাড়ি এসেছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে তিনি লাকিকে ঘর ঝাড়ু দিতে বলেন। তখন লাকি বলেন, "বাড়িতে আর কেউ নেই, শুধু আমাকে নিয়েই সব ভাবো।" এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে লাকি রাগ করে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় দরজা না খোলায় সন্দেহ হলে সবাই দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাচা আরও জানান, লাকির হালকা মানসিক সমস্যা ছিল।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম বলেন, "এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।"
এসআই/আরএন