গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এতে দগ্ধ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সাহারা মার্কেটের একটি সেমিপাকা টিনসেড কেমিক্যালের গুদামে আগুন লাগে। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে জান্নাতুন নাঈমকে বিকেল ৫টা ১০ মিনিটে এবং নুরুল হুদা ও জয় হাসানকে সাড়ে ৫টার দিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, টঙ্গীর ফাহারা মার্কেট ও এর আশপাশের এলাকায় বছরের পর বছর ধরে অসংখ্য কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। এসব গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সবসময়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাদের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনের কার্যক্রমের ওপর প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহিন আলম জানান, টঙ্গী স্টেশন রোড রেলগেট এলাকায় সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরাসহ আশেপাশের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় ফায়ার সার্ভিসের পাঁচজন আহত হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।
এসআর