BREAKING: |
নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার একটি ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।
জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে পিন্টু আত্মগোপনে ছিলেন। রোববার রাতে তিনি দ্বিতীয় স্ত্রীর ধানমন্ডির ভাড়া বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, তার (পিন্টুর) বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক আইনের মামলা রয়েছে। মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এমআর/আরএন