Thursday | 25 September 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 25 September 2025 | Epaper
BREAKING: সংসদ নির্বাচনের প্রতীকের প্রজ্ঞাপন জারি      চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংককে সহায়তার আহ্বান প্রধান উপদেষ্টার      সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে রাজনীতি জড়িত, মনে করেন না র‌্যাব ডিজি      সিপিবির সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক রতন      বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয়নি আরব আমিরাত: বাংলাদেশ দূতাবাস      ‘এই সময়ে’ ছাপানো মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ভিত্তিহীন: বিএনপি      ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের      

চাকিরপশার বিলের পদ্মফুল টানছে ভ্রমণ পিপাসুদের

Published : Monday, 22 September, 2025 at 5:30 PM  Count : 28

সুবাসিত পদ্মফুলের সমারোহ আকর্ষণ বাড়িয়ে তুলছে সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীদের। হাত বুলিয়ে একটু ছুঁয়ে দেখা, প্রিয়জনের খোপায় গুঁজে দেওয়ার মধ্যে আনন্দ খুঁজে নিচ্ছেন ভ্রমণপিপাসুরা। কিশোর-কিশোরীরা খিলখিল শব্দে হেসে উঠছে বিশালকায় জলরাশিতে পদ্মফুলের সম্ভার দেখে। বাংলা আশ্বিন মাসের বৃষ্টিবিঘ্নিত এই সময়টিতে পদ্মফুলের শেষ সময়ের পরিণতি দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। চলছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে একটু আনন্দের খোঁজে।

রাজারহাট উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন বিলটির অবস্থান ২৮৩ দশমিক ২৮ একর এলাকা জুড়ে। যার অধিকাংশ জায়গা বেহাত হয়ে গেছে। যেটুকু জায়গা রয়েছে, তারই মধ্যে সাদা, গোলাপি ও সোনালি রঙের পদ্মফুল এখনো নিজেদের অবস্থান জানান দিচ্ছে। বর্ষার পদধ্বনি পেলেই এখানে সমারোহ ঘটে হাজার হাজার পদ্মফুলের চকিত চাহনিতে।

বিশাল আয়তনের চাকিরপশার বিলটি রাজারহাট সদর ইউনিয়ন ও বিদ্যানন্দ ইউনিয়নের ভেতর দিয়ে পাশ্ববর্তী উলিপুর উপজেলার থেতরাই ও গুনাইগাছ ইউনিয়নের ভেতর দিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে। যুগ যুগ ধরে সরকারি এই বিলটি ভূমিদস্যুদের আগ্রাসী দখলের কবলে পড়ে হারিয়েছে এর সৌন্দর্য ও কলেবর। দখল-দূষণের কারণে এখন মাত্র ত্রিশ একরের মতো জায়গায় ফোটে এই পদ্মফুল।

স্থানীয় স্কুল শিক্ষক আজাহার আলীর সাথে গল্প করে জানা যায়, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি পড়ার সাথে সাথে বিলটিতে পদ্মের উপস্থিতি সকলকে জানান দেয়। এরপর ভাদ্র ও আশ্বিন মাস পর্যন্ত গোটা বিল জুড়ে শোভা পায় সাদা, হলুদ ও সোনালি রঙের পদ্মফুল। তখন নীল আকাশ থেকে হাজার হাজার তারকার চাদরে বিলটি সম্মোহন করে পথচারীদের।

তবে তিনি দুঃখ করে জানান, প্রকৃতিপ্রেমীদের জন্য এই বিলটি দৃষ্টিনন্দন হলেও যোগাযোগ প্রতিকূলতার কারণে সৌন্দর্যপিপাসুদের সমাগম হচ্ছে না সেভাবে। বিলে আসার পথটি সংকীর্ণ হওয়ায় সাধারণ যানবাহন আসতে চায় না। এছাড়াও বিলে ঘুরে সৌন্দর্য উপভোগ করার জন্য নেই প্রয়োজনীয় নৌকা। ফলে অনেকে শখ করে এলেও বিলে ঘুরতে না পেরে হতাশা নিয়ে ফিরে যান।

কুড়িগ্রাম শহরের কুমারপাড়া থেকে আসা দর্শনার্থী কল্পনা রানী জানান, এখানে নৌকা না থাকায় বিলটিতে যেতে পারছি না। ছোট ডিঙি নৌকা আছে, যা দিয়ে পরিভ্রমণ করা সম্ভব না। মাঝারি মানের নৌকা থাকলে কাছ থেকে পদ্মফুল দেখা যেত, সেই আশা পূরণ হলো না। জেলার নাগেশ্বরী উপজেলা থেকে আগত দর্শনার্থী কলেজ শিক্ষক মোমতাজুল ইসলাম জানান, অনেক আশা নিয়ে পরিবারসহ এখানে এসেছি। কিন্তু দূর থেকে দেখা হলো, কাছ থেকে পদ্মফুল ছোঁয়া হলো না। এত ছোট নৌকা যে উঠতে ভয় পাচ্ছি। তাছাড়া সংকীর্ণ সড়কের কারণে অটোরিকশাও শেষ মাথা পর্যন্ত যেতে পারে না। ফলে হতাশ হয়ে ফিরে যাচ্ছি।

রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত জানান, সৌন্দর্যের লীলাভূমি চাকিরপশার বিলটিকে সেভাবে কেউ গুরুত্ব দেয়নি। গুরুত্ব দেওয়া হলে এটিও ভ্রমণপিপাসুদের জন্য পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যেত। এখনো স্থানীয়ভাবে অথবা সরকারিভাবে সড়কপথসহ বিলে ভ্রমণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে এই বিল থেকে প্রচুর আয় করতে পারবে স্থানীয়রা। জুটবে কাজের সুযোগ। সেই সাথে সৌন্দর্যপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে বিলটি।

পিএমএস/এসআর

সম্পর্কিত   বিষয়:  রাজারহাট  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close