কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে দুটি বিদেশী প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হলে নির্মম এ ঘটনায় সমালোচনার ঝড় উঠে। রাতেই জড়িতদের গ্রেপ্তার করে র্যাব।
শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি এলাকার মো. শান্ত ইসলাম, মুন্সীগঞ্জ সদরের বাসিন্দা মো. আল আমিন লিপু ও বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা এলাকার বাসিন্দা মো. সজিব হাওলাদার।
নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণু চন্দ্র সরকারের ছেলে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙারি ব্যবসা করতেন।
র্যাব কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, গত ১২ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনা হয়। চুরির ঘটনা ধরতে মিলের নিরাপত্তা প্রহরীরা ওৎ পেতে থাকে। গত শুক্রবার দুপুরে জয় চন্দ্র সরকার স্টিল মিলে প্রবেশ করলে গ্রেপ্তার তিন আসামি ধাওয়া দিয়ে জয় চন্দ্রকে আটক করে বেধম মারধর করে। এ সময় তার দিকে দুটি কুকুর লেলিয়ে দেয়া হয়।
বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী জয় চন্দ্র সরকার বাদি হয়ে গ্রেপ্তারকৃত তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এনআই/এমএ