বরগুনায় পৌর নির্বাচনে সহিংসতা আহত ৩ |
বরগুনা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেল যোগে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কবিরুর রহমান কর্মীদের নিয়ে যাবার পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদ মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় কবিরুরের কর্মী জলিল (৪৮) ও আইউব (৫৬) ও সেন্টু আহত হয়। জলিলের মাথায় রামদার একাধিক কোপে আহত অবস্হায় বরগুনা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। আইউবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের দু’কাউন্সিলার প্রার্থীর কর্মীদের মধ্য সংঘর্ষের সত্যতা স্বীকারকরে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠিয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এজেড/এইচএস |