ট্রাক-আলমসাধু সংঘর্ষে ৬ নির্মাণ শ্রমিকের মৃত্যু |
![]() ঝিনাইাদহের শৈলকুপায় ট্রাক-আলমসাধু সংঘর্ষে ৬ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামিমুল ইসলাম। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামিমুল ইসলাম জানান, কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে একটি বাড়ীর ছাদ ঢালাই এর কাজ শেষ ঝিনাইদহের দিকে আসছিল। অপরদিকে ঝিনাইদহ থেকে একটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে পৌছলে কুষ্টিয়াগামী সেনা কল্যান সংস্থার একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই খন্ড -দ্বিখন্ডিত হয়ে ৬ জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বাড়ী ঝিনাইদহ সদর উপজেলায় বলে তিনি আরো জানান। জেএইচ/এইচএম |