বীরগঞ্জ পৌর নির্বাচননৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে মাঠে নেমেছে নেতাকর্মীরা |
![]() গতবার আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল নৌকা মার্কাকে হারিয়ে জয়যুক্ত হয়েছিলেন। এবারে আবার বীরগঞ্জ পৌরসভার নৌকার প্রার্থী মোঃ নুর ইসলামকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। দলীয় কমান্ড অমান্য করে বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মোশারফ হোসেন বাবুল বিদ্রোহী প্রার্থী হয়েছে। এ কারণে জেলা আওয়ামী লীগ মোশারফ হোসেন বাবুলকে তার পদ থেকে বহিস্কার করেছেন। সেই সাথে বীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ নুর ইসলামের পক্ষে নির্বাচনী কাজ করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন জাকা ও আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, বীরগঞ্জে দলীয় নৌকা মার্কার প্রার্থী নুর ইসলামকে জয়যুক্ত করতে এবারে আওয়ামীলীগের নেতাকর্মী বীরগঞ্জে এক হয়ে কাজ শুরু করেছেন। আমাদের মধ্যে কোন দন্ডনেই। আমরা সম্মিলিত ভাবে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। বর্তমান মেয়র বাবুল পৌরসভার উন্নয়ন না করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। একারনেই ভোটাররা তাকে এবার প্রত্যাক্ষ্যান করে নৌকা মার্কায় ভোট দিয়ে নুর ইসলামকে জয়যুক্ত করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এই পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় মনোনয়ন পেয়েছেন বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী মোকাররম হোসেন পলাশ, উপজেলা জামায়াতের আমীর সাবেক পৌর মেয়র মোহাম্মদ হানিফ (জগ মার্কা), বাংলাদেশ ইসলামী আন্দলন মোঃ শাহ আলম (হাতপাখা মার্কা) ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল (মোবাইল ফোন) মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ডিতা করছেন। সরে জমিন অনুসন্ধ্যান করে জানা যায়, এবারে নির্বাচনে ৪র্থ মুখী ভোটের লড়াই বীরগঞ্জ পৌরসভায় হতে যাচ্ছে। এরমধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান মেয়র আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে প্রতিদন্ডিতা হবে বলে ভোটারেরা মত প্রকাশ করছেন। শেষ সময় ভোটারেরা কাকে এই পৌরসভায় মেয়র হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেটি দেখার বিষয়। বীরগঞ্জ পৌরসভায় এবারে মোট ভোটার ১৫ হাজার ৪৯২ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৪৯৫ জন ও মহিলা ৮ হাজার ৪ জন। মোট ভোট কেন্দ্র ৯টি এবং বুথ স্থাপন করা হয়েছে ৪৯ টি। আগামী ১৬ জানুয়ারীর ভোটকে সচ্ছ নিরপেক্ষ ও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে বীরগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রকেই গুরুত্বপুর্ন কেন্দ্র হিসেবে পুলিশ চিহ্নিত করেছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের দায়িত্বে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলামের সাথে আলোচনা করে প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রত্যেকটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এরমধ্যে ৩ জন মহিলা আনসার থাকবে। এছাড়া প্রত্যেকটি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৩টি পুলিশের টহল দল মোতায়েন থাকবে। এছাড়া ষ্টাইকিং ফোর্স হিসেবে র্যাব ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ডিএইচ/এইচএস |