দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে ২৩ জুয়াড়ি আটক |
![]() ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে পৃথক অভিযানে ২৩ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. আলম (৪২), মো. মিলন শেখ (৩৮), মো. আব্দুর রউফ সেন্টু (৫০), মো. ফরিদ শেখ (৪৫), মো. রফিকুল ইসলাম (৩০), তপন দেব (৫০), মো. সোহেল (৪০) ও মো. আনোয়ার হোসেন (৪৫)। এ সময় তাদের নিকট থেকে ৮টি মোবাইল ফোন, ৭ প্যাকেট ও খোলা অবস্থায় ১৫৫ পিস কার্ড (তাস) এবং ১৯ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে, রাত ৮টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার দোলেশ্বর এলাকায় অপর একটি অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. হারুন মাতুব্বর (৪৮), মো. মিজানুর রহমান (৩৬), মো. সুজন (৩৬), মো. মনির হোসেন (৩৬), মো. হানিফ শেখ (৩৫), মো. এমদাদুল হাওলাদার (৪০) ও মো. বাবুল (৬০)। এ সময় তাদের নিকট থেকে ৬টি মোবাইল ফোন, ৩৬৪ পিস কার্ড (তাস) ও ৪ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। ![]() আটককৃতরা হলেন, মো. জামাল (৪০), মো. শাকিল (৩০), মো. শহিদ (৪০), মো. আলমগীর হোসেন (২৭), মো. আলাউদ্দিন (৩৭), মো. মিলন (৪৫), ইলিয়াস খান (৪৭) ও মো. নজরুল ইসলাম (৩৮)। এ সময় তাদের নিকট থেকে ৮টি মোবাইল ফোন, জুয়া খেলায় ব্যবহৃত ৩১২ পিস কার্ড (তাস) ও ৪ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জুয়া খেলে অনেকেই নিজেদের সর্বস্ব হারাচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। -এমআর/এমএ |