প্রধানমন্ত্রীর কাছে মেয়র মির্জার প্রস্তাব |
![]() মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডে কর্মী সমাবেশে তিনি এ প্রস্তাবনা রাখেন। আব্দুল কাদের মির্জা বলেন, নোয়াখালীতে অধ্যাপক বেলায়েত হোসেন ও খায়রুল আনাম সেলীমকে দলের দায়িত্ব দিলে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ সুসংগঠিত হবে। তেমনই ফেনীতে সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে দলের দায়িত্ব দিলে ফেনীর অপরাজনীতি বন্ধ হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো ম্লান হচ্ছে কতিপয় দুর্নীতিবাজ রাজনৈতিক নেতার কারণে। একমাত্র শেখ হাসিনাই পারবেন এসব থেকে মুক্তি দিতে। -এইচআই/এমএ |