টানা দ্বিতীয় শিরোপা জিতল বসুন্ধরা কিংস |
![]() প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেও শিরোপার দুয়ারে গিয়ে হোঁচট খায় সাইফ। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হওয়া শিরোপার লড়াইয়ে হেরে যায় সাইফ। এদিন খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুই দল। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন রাউল অস্কার বেসেরা। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের গোলটিই শেষপর্যন্ত গড়ে দিল পার্থক্য। সাইফ স্পোর্টিংয়ের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখল বসুন্ধরা কিংস। ফাইনালের আগে দুই দলই দুর্দান্ত খেলে শিরোপার লড়াইয়ে উঠে। শুরু থেকে অসাধারণ খেলেও শিরোপার স্বাদ পাওয়ার আক্ষেপ নিয়ে প্রতিযোগিতা শেষ করে সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে বসুন্ধরা কিংস গত মৌসুমের মতো ফেডারেশন কাপ জিতে ধারাবাহিকতা ধরে রেখেছে। যেভাবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গ্রুপ পর্ব বসুন্ধরা কিংস ৩ : ০ রহমতগঞ্জ বসুন্ধরা কিংস ১ : ০ চট্টগ্রাম আবাহনী কোয়ার্টার ফাইনাল বসুন্ধরা কিংস ২ : ০ শেখ জামাল সেমিফাইনাল বসুন্ধরা কিংস ৩ : ১ ঢাকা আবাহনী ফাইনাল বসুন্ধরা কিংস ১ : ০ সাইফ স্পোর্টিং এসআর |