বাবা-মায়ের পাশেই সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা মুহ. আবদুল হাননান খান |
![]() সোমবার (৩০ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মুহ. আবদুল হাননান খানের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, উন্নয়ন সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহন ও উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর রহমান খান তামিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজু (রাজ্জাক সরকার), পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার তুহিন আহমদ খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আয়্যুব আলী, মৌলভী আব্দুল ওয়াহেদ তালুকদার, ভাষা সৈনিক ইউনুস আলী মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, যুবলীগ নেতা ওয়াসেক হোসেন অয়ন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক রতন, লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়্যুব, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম রানা, আওয়ামীলীগ ও অংগসহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মুহ. আবদুল হাননান খানের মরদেহে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। খলিশাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪টা ৩০ মিনিটে জানাজা সম্পন্নের পর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। রোববার (২৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ লড়াইয়ের পর বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা মুহ. আবদুল হাননান খান। এমআই/এইচএস |