ক্রিকেট খেলা নিয়ে মুন্সীগঞ্জে দুই দফা হামলায় ১০ জন আহত |
![]() সোমবার আরিফ মিজির অবস্থা আশঙ্ক জনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। অপর আহত গাজী মাদবর (৬০), রহম আলী মাদবর (৬৫), সুমন হাজারী (৪৫), বাবুল হোসেন (৫০), মো. সাইমুন (১৫), মনিকা আক্তার (১৩), সিহাম (১৫) ও সিফাতকে (১৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে পিটিআই মোড়ে উত্তর ইসলামপুর এলাকার রাতুল ও সিহাবের নেতৃত্বে একটি গ্রুপ ছোরা-চাপাতি নিয়ে মোল্লারচর এলাকার আরিফ মিজির উপর চড়াও হয়। পরে সিহাবসহ তার সঙ্গবদ্ধ দল রামদা দিয়ে আরিফ মিজিকে এলোপাতারী কুপিয়ে জখম করে। এতে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে আজিম ও মোল্লারচর এলাকার গাজী মাদবর নামের দুইজনকে ছোরা দিয়ে পেটে ও হাতে আজ্ঞাত করে। আহত আরিফ মিজি জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট খেলা ও পূর্ব শত্রুতার জের ধরে মোল্লারচর ও উত্তর ইসলামপুর এলাকার ছোট ছেলেদের সাথে একটি হাতাহাতির ঘটনা ঘটে। পরে উত্তর ইসলামপুরের রাতুলের বাবা ফজল হক ও কাউন্সিলর পদপ্রার্থী আওলাদ হোসেন মিন্টুসহ ২০-২৫ জন মাদবর এলাকায় গিয়ে বিষয়টি মিমাংসা করার তারিখ দেয়। তারিখ অনুযায়ী শনিবার সকালে মোল্লারচর বাজার উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি মিমাংসিত হয়। তিনি বলেন, রোববার সকালে মোল্লারচর এলাকার দিনমজুর বাবুল হোসেন (৫০) ও তার নাতী সাইমন (১৫) নাতনি মনিকা আক্তার বাজারে যাওয়ার পথে ফেরাজীবাড়ি ঘাট এলাকায় সিহাব ও জুনায়েদসহ ১০-১২জন মিলে লোহার রড দিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় উত্তর ইসলামপুর এলকার পঞ্চায়েত কমিটির মাদবর আসাদ উদ্দিন ও সৈয়দ মাদবরের কাছে ৭নং ওয়ার্ডের কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিচার চাইতে এলে, আগে থেকেই ছুরি চাপাতি নিয়ে শীর্ষ সন্ত্রাসী রাতুল ও সিহাব গ্রুপ বসে থাকে। পরে আমাকেসহ কয়েকজনকে ছুরি ও রামদা দিয়ে এলোপাতারী কুপিয়ে জখম করে। এদিকে গুরুতর আহত আরিফ মিজিকে উন্নত চিকিৎসা করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে। এবিষয়ে সদর থানার ওসি অপারেশন আবু হানিফ রানা বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামীদের ধরতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে। এমএইচ/এইচএস |