কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনসভাপতি সিজু, সম্পাদক ফরহাদ |
![]() শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সম্মেলন উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ নাছির উদ্দিন জর্জ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মো. ছায়েম মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে রাত ৮টার দিকে সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু ও সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, সহ সভাপতি মো. ছায়েম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাাদক সাদ্দাম হোসেন রুবেল পালোয়ান ও আজিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মো. নাইম মোড়লের নাম ঘোষণা করা হয়। -আরএস/এমএ |