তরুণীকে ধর্ষণের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার |
![]() শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লাল শালুক রেস্তঁরা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মহসিনুল কাদির। রায়পুরা থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার পর থেকে শাকিল গা ডাকা দেয় কিন্তু পুলিশ তার পিছু ছাড়েনি। অবশেষে প্রায় ১মাস ৫দিনের মাথায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া শহরের লাল শালুক রেস্তঁরা থেকে শুকবার (২৭ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, উক্ত ঘটনার ছয় মাস পূর্বে ওই তরুনীর সঙ্গে শাকিলের পরিচয় হয়। তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ২২ অক্টোবর বিকালে ওই তরুণীকে বিয়ের কথা বলে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ডেকে আনা হয়। তারপর কাজী ডেকে বিয়ে করার কথা বলে রাত না হওয়া পর্যন্ত ভবনের কেয়ারটেকার সুমনের রুমে ওই তরুনীকে বসিয়ে রাখা হয়। রাতে স্পিড ক্যানের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে তরুনীকে ধর্ষণ করেন শাকিল। পরে ওই তরুনী বাঁচার জন্য চিৎকার দিলে মাথায় পিস্তল ঠিকিয়ে ভয়ভীতি ও একটি রুমে আটক করে রাখা হয়। তারপর ঘটনা জানাজানি হলে ঘটনাস্থল ত্যাগ করেন শাকিল। পরে পুলিশ এসে ওই তরুনীকে উদ্ধার করে থানা নিয়ে আসেন। পরে ভুক্তভোগী ওই তরণী বাদী হয়ে গত ২৩ অক্টোবর রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। টিকেএস/এসআর |