চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
Published : Monday, 20 November, 2023 at 4:14 PM Count : 392
বরগুনার তালতলীতে চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিব আকন (৫০) একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত্যু কাশেম আকনের ছেলে।
পুলিশ জানান, হাবিব আকনের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির একটি মামলা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চলতি বছরের ০৫ নভেম্বর তাকে তিন মাসের কারাদণ্ড ও তিন লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে উপজেলার নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান জানান, চেক জালিয়াতি মামলায় হাবিব আকনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
-এইচএম/এমএ